Tag Archive: টিউটোরিয়াল


প্রিয় ভাই/বোনেরা,
কেমন আছেন আপনারা সবাই? আমি আছি কোন রকম। Exam & teaching নিয়ে ব্যস্ত থাকায় টিউন করতে পারিনা । এ জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক আজ আমি আপনাদের সামনে কম্পিউটার কে ভাইরাস মুক্ত করা নিয়ে আলোচনা করব।

– – – – –
কম্পিউটার এ কয়েকটি ভাইরাস এক ফোল্ডার থেকে আর ১ ফোল্ডার এ দৌড়াদৌড়ি করে। যেমন ঃ- ১. Trojan Horse
২. Autorun
৩. Win32
৪. Hijack ভাইরাস অন্যতম।
তাই আমরা যদি ব্রাউজার এর মাধ্যমে ফাইল ব্রাউজ করি তবে এ থেকে পরিত্রান পেতে পারি। এ জন্য আপনাকে প্রথমে ছোট্ট ১ টি html ফাইল বানাতে হবে।
ফাইল টা দেখতে হবে

এবং এর ভিতরের কোডিং হবে ঃ
coding

যদি কারো ড্রাইভ বেশি থাকে তবে আপনি কোডিং দেখে ড্রাইভ বাড়িয়ে নিতে পারেন।

comment করতে ভুলবেন না যেন।

জাভাস্ক্রিপ্ট enable করা এবং alert message

জাভাস্ক্রিপ্ট কে ইন্টারনেট এক্সপ্লোরার- এ সচল করারপদ্ধতি:

Internet Explorer 6/7 এ আপনি security setting এ গিয়ে check করতে পারেন যে আপনার জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।

১ প্রথমে Tools menu তে Click করতে হবে

২ তারপর menu হতে Internet Options নির্বাচন করতে হবে

৩ Internet Options এর Security tab এ Click করতে হবে

৪ তারপর Custom Level বাটনে Click করে security settings এ প্রবেশ করতে হবে
৫ Scroll করে Scripting section এ যেতে হবে

৬ script সচল করা জন্য Enable বাটন Select করতে হবে

৭ প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে

৮ করার জন্য Yes বাটনে Click করতে হবে

জাভাস্ক্রিপ্ট কে ফায়ারফক্স- এ সচল করারপদ্ধতি:

Firefox 2 এ আপনি Options এর Content setting এ গিয়ে check করতে পারেন যে আপনার জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।

১ প্রথমে Tools menu তে Click করতে হবে

২ তারপর menu হতে Options নির্বাচন করতে হবে

৩ Options এর Content tab এ Click করতে হবে

৪ নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে কিনা

৫ প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে
জাভাস্ক্রিপ্ট কে অপেরা – তে সচল করারপদ্ধতি:

Opera তে আপনি Preferences এর Content setting এ গিয়ে check করতে পারেন যে আপনার জাভাস্ত্রিপ্টটি কি সচল রয়েছে কিনা। নিচে জাভাস্ত্রিপ্ট সচল করার উপায় দেয়া হলো।

১ প্রথমে Tools menu তে Click করতে হবে

২ তারপর menu হতে Preferences নির্বাচন করতে হবে

৩ Preferences এর Advanced tab এ Click করতে হবে

৪ বাম পাশের লিস্ট item হতে Content নির্বাচন করতে হবে

৫ নিশ্চিত করুন যে Enable JavaScript check box এ টিক দেয়া আছে কিনা

৬ প্রক্রিয়াটি সম্পন্ন করতে OK বাটনে Click করতে হবে

এবার কোডিং এ আসা যাক।

১।

এবার এটি save করুন আপনার নাম.html দিয়ে।

বিশ্লেষন : function name এখানে popup() দেয়া হয়েছে।
তাই dody তে onload =”popup()” দেয়া হয়েছে। আপনি যে function name ব্যাবহার করবেন onload =সেই নাম দিবেন ।তবে ডাবল কোটেশন এর মধ্যে ” “।

এবার আসা যাক একই program অন্যভাবে করা ।

২। এবার আমরা এটি করবো ক্লিক এভেন্ট এর মাধ্যমে। notepad ওপেন করে নিচের প্রোগ্রাম copy paste করুন।

save করুন sr.html নামে ।
বিশ্লেষন : এখানে সবকিছুই আগের প্রগ্রাম এর মত । তবে আগের টি তে ছিল onload কিন্তু এখানে onclick ব্যাবহার করা হয়েছে ।
এবং এখানে button পেতে input type নামের tag ব্যাবহার করা হয়েছে।
শুধু এখানে আপনি input type এর value এর জায়গায় আপনার নাম বসায়ে দেখতে পারেন।

চলবে…