Tag Archive: টিপ্স


Hidden File নিয়ে সমস্যা? খুজে পাচ্ছেন না? এমন কনো সমস্যা হলে লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে। কি এবার Hidden File খুজে পেয়েছেন?

আমরা সবাই কম বেশী অভিধান ব্যাবহার করেছি । কিন্তু আপনি ইচ্ছে করলেই ইংলিশ পুরা লাইনটা বা পুরা পেজটা হুবহু অনুবাদ করতে পারবেন
এর জন্য আপনাকে নিচের Link টাতে click করতে হবে, এটি সরাসরি অনলাইনে করতে হবে আপনাকে। ভালো লাগলে জানাবেন।ব্যস্ততার কারনে আমি আগের মত পোষ্ট করতে পারিনা।তবে আপনাদের সাথেই আছি,থাকব।

এখানে ক্লিক করে অনুবাদ করুন আপনার লিখা

প্রিয় ভাই/বোন,
আমি আজ আবার হাজির হলাম ১ টি অন্যরকম পোষ্ট নিয়ে যা আপনাদের অনেক কাজে লাগবে।

কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Registry তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি ভাল সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।

আর এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
click –> start > run >

ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন ।

এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE

Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান। এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন ।।

প্রিয় ভাই/বোনেরা,
কেমন আছেন আপনারা সবাই? আমি আছি কোন রকম। Exam & teaching নিয়ে ব্যস্ত থাকায় টিউন করতে পারিনা । এ জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক আজ আমি আপনাদের সামনে কম্পিউটার কে ভাইরাস মুক্ত করা নিয়ে আলোচনা করব।

– – – – –
কম্পিউটার এ কয়েকটি ভাইরাস এক ফোল্ডার থেকে আর ১ ফোল্ডার এ দৌড়াদৌড়ি করে। যেমন ঃ- ১. Trojan Horse
২. Autorun
৩. Win32
৪. Hijack ভাইরাস অন্যতম।
তাই আমরা যদি ব্রাউজার এর মাধ্যমে ফাইল ব্রাউজ করি তবে এ থেকে পরিত্রান পেতে পারি। এ জন্য আপনাকে প্রথমে ছোট্ট ১ টি html ফাইল বানাতে হবে।
ফাইল টা দেখতে হবে

এবং এর ভিতরের কোডিং হবে ঃ
coding

যদি কারো ড্রাইভ বেশি থাকে তবে আপনি কোডিং দেখে ড্রাইভ বাড়িয়ে নিতে পারেন।

comment করতে ভুলবেন না যেন।

প্রিয় বন্ধুগন,
আপনারা সবাই কেমন আছেন ?? আশা করি অনেক ভাল ।আমরা সবাই টিউটোরিয়াল সাইট খুজে বেড়াই। কিন্তু মনের মত হয় না। এবং বাংলাদেশী ওয়েবসাইট খুব কম ই চোখে পড়ে।

আমদের মাঝে এমন কেউ নেউ যে প্রোগ্রামিং পছন্দ করে না।।কিন্তু ভয়ের কারনে আমরা প্রোগ্রামিং করতে চাইনা ।আবার আমাদের প্রতিদিন অনেক সফটওয়্যার এর প্রয়োজন হয় কিন্তু হাতের কাছে না থাকায় আমরা অনেক কাজ করতে পারি না ।
আমি আপনাদের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছি যেখানে আপনারা আপনাদের সমস্যা নিয়ে আলচনা করার সুজগ পাবেন এবং অনেক প্রয়োজনীয় আপডেটেড সফটওয়্যার পাবেন ।
ভিজিট করতে এখানে ক্লিক করুন
ওয়েবসাইট এর মেম্বার হতে ক্লিক করুন

ওয়েবসাইট টি সম্পর্কে আপনার মতামত জানতে ভুলবেন না যেন ! 🙂 🙂
আপনার প্রয়োজনীয় মতামত জানাতে ক্লিক্ন করুন

প্রতি সপ্তাহে এই ওয়েবসাইট এর মেম্বার দের সফটওয়্যার দেয়া হবে। আপনি কি এখনো বসে থাকবেন মেম্বার না হয়ে ??
কেমন লাগলো জানাবেন ।
আল্লাহ হাফেজ ।

কম্পিউটার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় আচল হয়ে পড়ে। সেই কম্পিউটার যদি আপনার কথা না মত কাজ না করে তবে কেমন লাগে??

তবে এবার থেকে আর আপনার কম্পিউটার আপনাকে আর বিরক্ত করবে না যদি আপনার কাছে Computer Doctor ফাইল টি থাকে ।আমি আপনাদের প্রয়োজনে সফটওয়্যার টি বানালাম।আশাকরি সবার কাজে লাগবে।

আসুন জানা যাক এটি আমাদের কি উপকারে আসে?

Computer doctor দিয়ে আপনি যে কাজ করতে পারবেন তা হল :

  • task manage এনাবল করা
  • registry editor এনাবল করা
  • hidden files এনাবল করা
  • folder option এনাবল করা
  • system properties এনাবল করা
  • manage option এনাবল করা
  • run box এনাবল করা
  • user account এনাবল করা
  • control panel এনাবল করা
  • user account এনাবল করা

এবং আরও অনেক কিছু।

প্রিয় টিউনার ভাই/বোন,
আজ আমি হাজির হলাম কিছু প্রয়োজনীয় সফটওয়্যার এর লাইসেন্স/সিরিয়াল কী নিয়ে ।
আমি ভেবেছি টেকটিউন এ আর কোন টিপস/টিউটোরিয়াল পোষ্ট করবো না। কারন, এগুলো আপনাদের মনঃপুত হয় না । তাই কারো কোনো প্রোগ্রাম/টিউটোরিয়াল/সফটওয়্যার প্রয়োজন হলে আমাকে মেইল করতে পারেন।
my e-mail address : romel5080@yahoo.com

প্রয়োজনীয় লাইসেন্স/সিরিয়াল কী

1. kaspersky 6.0 -tybgedtyhr4rthtyh
2. Tuneup utilities 2009 – PQKKPB-WTWRAM-EHFYM0-N7YN6J-HA2B46-CQ2CPE

3. Kaspersky 8.0.0.357 serial key-K5PXQ-X1SW6-2RAMR-ZBM2X

4. windows XP home -VQGJ8-4T8GB-83M2Y-GFBYX-T22MP or BQJG2-2MJT7-H7F6K-XW98B-4HQRQ or TYVWR-Q32YP-HWV8P-R3BVG-W7W36

5.Windows XP professional SP1,SP2,Sp3 -s/n: TBHJK-W4DPH-9D267-H93VR-WMXQJ or s/n: W733W-GWPGB-37X4T-BRD7P-JVT2D or s/n: VHBCM-H2YTW-TCYRR-QFTV6-XQQBG

6. Power DVD 9.0 version ultra 9.0 -s/n: QSRK7-66L2T-RQESR-E3AXY-ZPEJV-3VBA3 or s/n: 5WSEE-XCYNQ-9UNVM-Z5UWJ-5L6YA-7SE5Å or s/n: KTJNR-2Y8TL-HQUVM-HXDTV-G3ETZ-USJYF or s/n: XNMS7-D3RXL-NABET-UÐ82X-5QLDE-W6P69

7.Adobe CS4 master collection- 1325-0084-0806-2185-0302-7354

8. FIFA 10 – L22S53EVLEET2EET9GNS SB3T-69OT-C3X2-K1R6-1911

9. Avast Anti virus 4.8 – L22S53EVLEET2EET9GNS SB3T-69OT-C3X2-K1R6-1911
ধন্যবাদ।

আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।

নিয়ম ঃ

প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

title ROMEL!
=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% “NTFS CONVERTER – by Programmer SIMANTO ROMEL ,Contact :01911251212”
=============================================

বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFS
শুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম

এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।

এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।

এরকম আরো batch file এখানে ক্লিক করুন

কমেন্ট করতে ভুলবেন না যেন ।

আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে নিতে পারি। তেমনি একটি কাজ হল – “রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা ” ।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??
এখানে ক্লিক করুন

এরপর registry ফাইলে ক্লিক করুন ।

ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটির উপর।

এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।

ভাল লাগলে কমেন্ট করবেন ।

ল্যান কার্ড দিয়ে শেয়ার করতে চাইলে দুটো ল্যাপটপের ল্যান কার্ড দুটো ক্রস কেবল দিয়ে সংযুক্ত করতে হবে। এরপর যদি সময়ে সময়ে কিছু ফাইল শেয়ার করতে চান তাহলে Net Meeting বা Team Viewer ব্যবহার করতে পারেন। যদি সিনক্রোনাইজ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন GoodSync.

আর যদি দুটোর মধ্যে একটা জেনারেল ফোল্ডার শেয়ার চান তাহলে একটি ল্যাপটপে আইপি দিন 192.168.0.1। অন্যটিতে দিন 192.168.0.2। এরপর যে ফোল্ডারটি শেয়ার করতে চান সে ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ থেকে ফোল্ডারটি শেয়ার দিন। এবার অন্য ল্যাপটপ থেকে লোকাল নেটওয়ার্কে সার্চ করলেই ফোল্ডারটি দেখতে পাবার কথা ।

ভাল থাকুন। অনেক ভাল 😆

টিউন টী ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !! 😀