Tag Archive: ডাউনলোড


Hidden File নিয়ে সমস্যা? খুজে পাচ্ছেন না? এমন কনো সমস্যা হলে লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে। কি এবার Hidden File খুজে পেয়েছেন?

কম্পিউটারে ভাইরাস আর না আর না
এসে গেল registry file
আর নেই ভাবনা ।।

হ্যা ভাই ।আজ আমি ভাইরাসের সাথে যুদ্ধে জয়ী হবার পদ্ধতি শিখাবো । আর এ জন্য আপনার হাতিয়ার হিসাবে লাগবে registry file.
তবে ভাইরাস আমাদের এই হাতিয়ার কেড়ে নেয় । এই registry file অনেক সময় disable থাকে। তাই আগে আমাদের registry file এক্টিভ করে নিতে হবে। এর জন্য এখানে ক্লিক করে ফাইল টি ডাউনলোড করে নিন.

এটি আপনার কম্পিউটার এ নিম্নোক্ত ফাইল গুলি enable করবে :

1.Registry file
2.Task manager
3.MSCONFIG

ডাউনলোড হলে unzip করে xp_emergencyutil.exe ফাইল টি ডাবল ক্লিক করুন ।
create copies এ ক্লিক করুন ।

ব্যাস হয়ে গেল task manager & registry file এনাবল করা ।

এবার আসুন আসল যুদ্ধে নামা যাক ।

1. FOLDER OPTION ফিরিয়ে আনার যুদ্ধ :-
start থেকে run এ যান & লিখুন regedit

এরপর ক্লিক করতে থাকুন সিরিয়াল অনুযায়ী
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer

এবার রাইট ক্লিক করে new—>dword value তে ক্লিক করুন

এবার এটির নাম দিন NoFolderOptions
এবার এটিকে ডাবল ক্লিক করুন & ভ্যালু দিন 0

ok করুন
এরপর নিচের প্রগ্রাম টি নোটপ্যাড এ লিখে সেভ করুন sr.reg নামে

Windows Registry Editor Version 5.00
[HKEY_CURRENT_USER\Software\Policies\Microsoft\Internet Explorer\Restrictions]
“NoBrowserOptions”=dword:00000000

এরপর ফাইল টিকে ডাবল ক্লিক করুন & yes + ok চাপুন।

ব্যাস ভাইরাসের যুদ্ধে আপনি হয়ে গেলেন জয়ী।আপনার folder option আর hidden হবে না।

ভাল থাকবেন।আগামিতে ভাইরাসের সাথে আরো যুদ্ধ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভাল থাকুন।

প্রিয় ভাই/বোন, আমরা অনেক সময় আমাদের মাদারবোর্ড এর driver হারিয়ে ফেলে চিন্তায় পড়ে যাই । তবে এখন থেকে আর চিন্তা নেই ।আমি আপনাদের কিছু লিঙ্ক দিচ্ছি ,এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় driver এর সফটওয়্যার টি ডাউনলোড করে নিতে পারেন।

আমি অনেক আগে যখন software বানানো নিয়ে পড়ে থাকতাম তখন কিছু মজার মজার software বানিয়ে ছিলাম । পরে কম্পিউটার crash করার পর আমি অনেক কিছু হারিয়ে পাগলপ্রায় হয়ে গিয়েছিলাম।
আপনাদের কে কাছে পেয়ে এবং আমার student দের request এ আবার সেই সফটওয়্যার গুলো বানানো শুরু করেছি । আজ আমি আপনাদের দিব ৯৯৯ বছরের calendar.

আমি যখন প্রোগ্রামিং অতটা পারতাম না তখন আমার স্যার আমাকে একটা project দিয়েছিল ,সেটি হল ৯৯৯ বছরের calendar। স্যার আমার সফটওয়্যার টি পেয়ে চমকে গিয়েছিল এবং আমাকে 256 MB পেন ড্রাইভ gift করেছিল। যাই হোক , তাহলে শুরু করা যাক ডাউনলোড

এখানে ক্লিক করুন ডাউনলোড করতে

বোনাস হিসাবে থাকছে USB_Disk_Security_v5.1.0.15 with serial key.

এখানে ক্লিক করুন ডাউনলোড করতে USB_Disk_Security_v5.1.0.15 with serial key.

ভাল থাকুন।