Category: কম্পিউটার টিপস


কেমন আছেন ভাই ও বোনেরা?আমি আপনাদের মাঝে আবার এলাম।।ভালোবাসার টানে আমি সময় করে নিয়ে আপনাদের মাঝে ফিরে আসি।যাই হোক, আজ আমি আপনাদের একটি মজার জিনিস দেখাবো।

এক ক্লিকেই কিভাবে অনেক ফোল্ডার বানাবেন? বিশ্বাস হচ্ছেনা? পারবেন অবশ্যই ।চেষ্টা করে দেখুন।

প্রথমে একটি notepad open করুন।এর মধ্যে লিখুন –
MD romel simanto jony Akash rasel mitu borsha brishty

এরপর এটিকে সেভ করুন romel.bat নামে। এরপর এটিকে ডাবল ক্লিক করুন দেখবেন ৮ তি ফোল্ডার হয়ে গেছে।এবং rename হয়ে গেছে।
ভালো লাগলে জানাবেন। 🙂

Hidden File নিয়ে সমস্যা? খুজে পাচ্ছেন না? এমন কনো সমস্যা হলে লুকানো ফাইল দ্রুত খুঁজে বের করতে প্রথমে http://www.brachrd.org/rarfile/hidden-remove.rar থেকে হিডেন রিমোভ সফটওয়্যার ডাউনলোড করতে হবে। এবার সফটওয়্যারের ফাইলটি আনজিপ করুন এবং যে ড্রাইভে ফাইল লুকানো রয়েছে, সে ড্রাইভটিতে সফটওয়্যারটি রান করুন। এবার ড্রাইভের সব লুকানো ফাইল দেখা যাবে। কি এবার Hidden File খুজে পেয়েছেন?

একটি ওয়েবসাইটের লিংক থেকে একাধিক ওয়েবসাইট দেখার সুযোগ পাওয়া যাবে স্লাইড শোর মাধ্যমে। ওয়েবসাইট স্লাইড শোর মতো দেখার নতুন এমনই এই সেবা দিচ্ছে http://www.bridgeurl.com। সাইটটিতে গিয়ে Give a Title-এ শিরোনাম দিন। আপনি যদি শিরোনাম হিসেবে ur name দেন, তাহলে আপনার লিংক হবে http://www.bridgeurl.com/ur name; যদি লিংকটি খালি থাকে। আর খালি না থাকলে সংখ্যা যুক্ত হবে। যেমন, http://www.bridgeurl.com/ur name-1।
এবার List URLs (One per line) এই ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা (http://সহ) লিখুন। একটি ঠিকানা লেখার পর এন্টার দিয়ে আরেকটি ঠিকানা লিখতে হবে। এভাবে যত ইচ্ছা ওয়েবসাইট লেখা যাবে।
সবশেষে Create Link বাটনে ক্লিক করলে লিংক তৈরি হয়ে যাবে। এখন ওই তৈরি করা ওয়েব লিংকে প্রবেশ করলে যুক্ত করা ওয়েবসাইটগুলোর স্লাইড দেখা যাবে এবং বাঁ Previous ও ডানে Next বাটন থাকবে এবং মোট লিংকের (ওয়েবপেজের) সংখ্যা উল্লেখ থাকবে।
রেজিস্ট্রেশনের সুবিধা বা ঝামেলা না থাকায় পরবর্তী সময়ে তৈরি করা স্লাইড লিংকে কোনো সাইট যোগ বা বাদ দেওয়া যাবে না।

(সংগৃহিত)

আমরা সবাই কম বেশী অভিধান ব্যাবহার করেছি । কিন্তু আপনি ইচ্ছে করলেই ইংলিশ পুরা লাইনটা বা পুরা পেজটা হুবহু অনুবাদ করতে পারবেন
এর জন্য আপনাকে নিচের Link টাতে click করতে হবে, এটি সরাসরি অনলাইনে করতে হবে আপনাকে। ভালো লাগলে জানাবেন।ব্যস্ততার কারনে আমি আগের মত পোষ্ট করতে পারিনা।তবে আপনাদের সাথেই আছি,থাকব।

এখানে ক্লিক করে অনুবাদ করুন আপনার লিখা

প্রিয় ভাই -বোন,

কম্পিউটার বন্ধ এবং খুলার শব্দ বন্ধ করতে নিচের program টি একটি নোটপ্যাড এ লিখুন এবং সেভ করুন pagol.vbs নামে

Option Explicit
Dim WSHShell, n, MyBox, p, itemtype, Title

Set WSHShell = WScript.CreateObject(“WScript.Shell”)
p = “HKEY_CURRENT_USER\Control Panel\Sound\”
p = p & “Beep”
itemtype = “REG_SZ”
n= “No”

WSHShell.RegWrite p, n, itemtype
Title = “System Beeps are now Disabled.” & vbCR
Title = Title & “You may need to Log off/Log on” & vbCR
MyBox = MsgBox(Title,4096,”Finished”)

এরপর সেভ করা হয়ে গেলে ফাইল টি ডাবল ক্লিক করুন। এরপর কম্পিউটার restrat মেরে দেখুন আপনার কম্পিউটার এ বন্ধ হতে শব্দ হয় কিনা!

প্রিয় ভাই/বোন,
আমি আজ আবার হাজির হলাম ১ টি অন্যরকম পোষ্ট নিয়ে যা আপনাদের অনেক কাজে লাগবে।

কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Registry তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি ভাল সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।

আর এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
click –> start > run >

ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন ।

এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE

Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান। এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন ।।

প্রিয় ভাই/বোনেরা,
কেমন আছেন আপনারা সবাই? আমি আছি কোন রকম। Exam & teaching নিয়ে ব্যস্ত থাকায় টিউন করতে পারিনা । এ জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক আজ আমি আপনাদের সামনে কম্পিউটার কে ভাইরাস মুক্ত করা নিয়ে আলোচনা করব।

– – – – –
কম্পিউটার এ কয়েকটি ভাইরাস এক ফোল্ডার থেকে আর ১ ফোল্ডার এ দৌড়াদৌড়ি করে। যেমন ঃ- ১. Trojan Horse
২. Autorun
৩. Win32
৪. Hijack ভাইরাস অন্যতম।
তাই আমরা যদি ব্রাউজার এর মাধ্যমে ফাইল ব্রাউজ করি তবে এ থেকে পরিত্রান পেতে পারি। এ জন্য আপনাকে প্রথমে ছোট্ট ১ টি html ফাইল বানাতে হবে।
ফাইল টা দেখতে হবে

এবং এর ভিতরের কোডিং হবে ঃ
coding

যদি কারো ড্রাইভ বেশি থাকে তবে আপনি কোডিং দেখে ড্রাইভ বাড়িয়ে নিতে পারেন।

comment করতে ভুলবেন না যেন।

কম্পিউটার ছাড়া আমাদের দৈনন্দিন জীবন প্রায় আচল হয়ে পড়ে। সেই কম্পিউটার যদি আপনার কথা না মত কাজ না করে তবে কেমন লাগে??

তবে এবার থেকে আর আপনার কম্পিউটার আপনাকে আর বিরক্ত করবে না যদি আপনার কাছে Computer Doctor ফাইল টি থাকে ।আমি আপনাদের প্রয়োজনে সফটওয়্যার টি বানালাম।আশাকরি সবার কাজে লাগবে।

আসুন জানা যাক এটি আমাদের কি উপকারে আসে?

Computer doctor দিয়ে আপনি যে কাজ করতে পারবেন তা হল :

  • task manage এনাবল করা
  • registry editor এনাবল করা
  • hidden files এনাবল করা
  • folder option এনাবল করা
  • system properties এনাবল করা
  • manage option এনাবল করা
  • run box এনাবল করা
  • user account এনাবল করা
  • control panel এনাবল করা
  • user account এনাবল করা

এবং আরও অনেক কিছু।

আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।

নিয়ম ঃ

প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

title ROMEL!
=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% “NTFS CONVERTER – by Programmer SIMANTO ROMEL ,Contact :01911251212”
=============================================

বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFS
শুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম

এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।

এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।

এরকম আরো batch file এখানে ক্লিক করুন

কমেন্ট করতে ভুলবেন না যেন ।

আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে নিতে পারি। তেমনি একটি কাজ হল – “রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা ” ।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??
এখানে ক্লিক করুন

এরপর registry ফাইলে ক্লিক করুন ।

ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটির উপর।

এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।

ভাল লাগলে কমেন্ট করবেন ।