Tag Archive: রেজিস্ট্রি ফাইল


প্রিয় ভাই/বোন,
আমি আজ আবার হাজির হলাম ১ টি অন্যরকম পোষ্ট নিয়ে যা আপনাদের অনেক কাজে লাগবে।

কখনো কখনো কম্পিউটার ইনস্টল করা কোনো সফটওয়্যার ডিলিট বা আন-ইনস্টল করার পরও তা Registry তালিকায় থেকে যায়। কম্পিউটারে ইনস্টল করা সফটওয়্যার অথবা প্রোগ্রাম ব্যবহারকারী ভুলবশত আন-ইনস্টল না করে সরাসরি ডিলিট করলে সাধারণত এ সমস্যা দেখা দেয়। কম্পিউটার ব্যবহারকারীকেই মাঝেমধ্যে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে দেখা যায়। এ সমস্যার একটি ভাল সমাধানের জন্য আপনাকে উইন্ডোজের রেজিস্ট্রি ফাইলটি সম্পাদনা করতে হবে।

আর এ জন্য আপনাকে যা করতে হবে তা হলো:
click –> start > run >

ডায়ালগ বক্সে regedit কথাটি লিখুন ।

এরপর HKEY-LOCAL-MACHINE > SOFTWARE

Microsoft >Windows >Current Version > Uninstall অংশে চলে যান। এখন এখান থেকে যে সফটওয়্যারগুলোকে আপনি ইতিমধ্যে আন-ইনস্টল বা ডিলিট করে ফেলেছেন, তা ওই তালিকা থেকে নির্বাচন করে মুছে ফেলুন। এখন রেজিস্ট্রি এডিটরটি বন্ধ করে বেরিয়ে আসুন।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন ।।

আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।

নিয়ম ঃ

প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

title ROMEL!
=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% “NTFS CONVERTER – by Programmer SIMANTO ROMEL ,Contact :01911251212”
=============================================

বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFS
শুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম

এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।

এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।

এরকম আরো batch file এখানে ক্লিক করুন

কমেন্ট করতে ভুলবেন না যেন ।

আমরা আমাদের কম্পিউটার কে ইচ্ছা করলেই নিজের মত করে নিতে পারি। তেমনি একটি কাজ হল – “রাইট বাটনে রিসাইকেল বিন যুক্ত করা ” ।
রিসাইকেল বিন ক্লিক করে ফাইল ডিলিট করা একটা ঝামেলাকর বিষয় । তাই যদি রাইট বাটনে এটা যুক্ত করা যায় তবে কি কষ্টটা কমে গেল না??
এখানে ক্লিক করুন

এরপর registry ফাইলে ক্লিক করুন ।

ফাইল টি ডাউনলোড হয়ে গেলে ডাবল ক্লিক করুন ফাইলটির উপর।

এরপর ইয়েস বাটনে ক্লিক করুন এবং পিসি RESTART করুন এবং রাইট বাটনে ক্লিক করে দেখুন রিসাইকেল বিন যুক্ত হয়ে গেছে।

ভাল লাগলে কমেন্ট করবেন ।

ল্যান কার্ড দিয়ে শেয়ার করতে চাইলে দুটো ল্যাপটপের ল্যান কার্ড দুটো ক্রস কেবল দিয়ে সংযুক্ত করতে হবে। এরপর যদি সময়ে সময়ে কিছু ফাইল শেয়ার করতে চান তাহলে Net Meeting বা Team Viewer ব্যবহার করতে পারেন। যদি সিনক্রোনাইজ করতে চান তাহলে ব্যবহার করতে পারেন GoodSync.

আর যদি দুটোর মধ্যে একটা জেনারেল ফোল্ডার শেয়ার চান তাহলে একটি ল্যাপটপে আইপি দিন 192.168.0.1। অন্যটিতে দিন 192.168.0.2। এরপর যে ফোল্ডারটি শেয়ার করতে চান সে ফোল্ডারটি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজ থেকে ফোল্ডারটি শেয়ার দিন। এবার অন্য ল্যাপটপ থেকে লোকাল নেটওয়ার্কে সার্চ করলেই ফোল্ডারটি দেখতে পাবার কথা ।

ভাল থাকুন। অনেক ভাল 😆

টিউন টী ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন !! 😀

টিউনারগন , প্রথমেই ঈদ এর অগ্রীম শুভেচ্ছা । ঈদ মুবারক ।

আজ আমি আপনাদের এমন একটি ফাইল উপহার দিব যেটি মাত্র একবার ডাবল ক্লিক করলেই খুলে যাবে আপনার CD/DVD drive. মন মেজাজ ভালো নেই তাই চলুন আর বেশি কথা না বলেই কাজ শুরু করে দেই।

প্রথমেই নিচের লিখা একটি পরিস্কার NOTEPAD এ কপি পেষ্ট করুন। 🙂

Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7”)

Set bangladesh = oWMP.cdromCollection

‘romel/simanto=programmer

if bangladesh.Count >= 1 then

For i = 0 to bangladesh.Count – 1

bangladesh.Item(i).Eject

Next ‘ faridpur

‘2+2=5 3+3=7 .i m mad . odol/bodol

End If

এরপর এটি সেভ করুন mymother.vbs । এবার এটি ডাবল ক্লিক করুন । খুলে যাবে আপনার CD/DVD drive. আস্তে …টানাটানি কইরেন না । এতে আপনার CD/DVD মাইন্ড করতে পারে।

তাই নিচের লিখে একটি নোটপ্যাড ওপেন করে কপি +পেষ্ট করুন

Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7”)

Set bangladesh = oWMP.cdromCollection

‘romel/simanto=programmer

if bangladesh.Count >= 1 then

For i = 0 to bangladesh.Count – 1

bangladesh.Item(i).Eject

Next ‘ dhaka

For i = 0 to bangladesh.Count – 1

bangladesh.Item(i).Eject

Next ‘ dhaka

‘2+2=5 3+3=7 .i m mad . odol/bodol

End If

এরপর এটি সেভ করুন myfather.vbs

এবার এটি ডাবল ক্লিক করুন । বন্ধ হয়ে যাবে আপনার CD/DVD drive.

মন ভাল থাকলে সামনে আর ভালো পোষ্ট নিয়ে হাজির হব। ভালো ভাবে ঈদ উদযাপন করুন

বিশেষ অনুরোধ : আপনারা সবাই সবার সামর্থ্য অনুযায়ী গরীব-দুখী মানুষ এর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং খোজ নিয়ে দেখুন আপনার পাশের ফ্ল্যাট/বাড়ির লোকটি কুরবানি দিয়েছে কিনা ! যদি না দিয়ে থাকে তবে তাদের কে নিয়ে সবাই মিলে হাশি-খুশিতে ঈদ উদযাপন করুন।

ভালো থাকবেন। অনেক ভালো।আল্লাহ আপনার মঙ্গল করুন।

প্রিয় ভাই/বোন,
কেমন আছেন আপনারা সবাই ?? আমি এই সপ্তাহ খুব ব্যাস্ত ছিলাম আমার programming স্টুডেন্ট দের নিয়ে । যাই হোক আজ আপনাদের ১ টা প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করবো ।

সেটা হল ‘ কিভাবে কম্পিউটার কে crash করার হাত থেকে রক্ষা করা যায় !’

প্রথমে আপনি start থেকে run এ ক্লিক করুন । এরপর regedit লিখে enter দিন।

১। HKEY_LOCAL_MACHINE এ ক্লিক করুন

২। এরপর SYSTEM এ ক্লিক করুন

৩। এরপর CurrentControlSet এ ক্লিক করুন

৪। এরপর CrashControl এ ক্লিক করুন

এরপর ডানদিকে AutoReboot ডাবল ক্লিক করে ভ্যালু 00000000 দিন

এরপর আপনার PC কে restart করুন । ব্যাস আপনার কম্পিউটার crash হবার হাত থেকে সুরক্ষিত হয়ে গেল ।

আপনি সফটওয়্যার ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করুন http://simantoromel.ucoz.com/index/software_download/0-21

ভাল লাগলে comment করবেন প্লীজ ।

প্রিয় ভাই/বোন,
কেমন আছেন আপনারা সবাই? আপনাদের মাঝে না থাকলে ভাল লাগে না ।আমি আজ আপনাদের কিছু registry file দিব যা আপনার কম্পিউটার কে সুরক্ষিত করবে ইনশাআল্লাহ্‌ ।

১। ENABLE TASK MANAGER :

নিচের লিখা কপি & পেষ্ট করুন notepad এ & সেভ করুন 1.vbs হিসাবে

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Group Policy Objects\LocalUser\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000
“**del.DisableTaskMgr”=” ”

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\system\]
“DisableTaskMgr”=dword:00000000

[HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon]
“DisableCAD”=dword:00000000

২। DISABLE LOW DISK NOTIFICATION : কপি & পেষ্ট করুন নোটপ্যাড এ । & সেভ করুন 2.vbs নামে ।

Windows Registry Editor Version 5.00

[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer]

“NoDriveTypeAutoRun”=dword:00000000

“CDRAutoRun”=dword:00000000

“NoLowDiskSpaceChecks”=dword:00000001

ভাল লাগলে কমেন্ট করবেন অবশ্যই । আল্লাহ হাফেজ।

আমি আমার কম্পিউটার কে নিয়ে প্রথমে যে সমস্যায় পড়েছিলাম তা মনে হয় কেউ কখনো পড়েনি। তাই বিভিন্ন জিনিস গবেষনা করে এক একটি ফল পাই তা আপনাদের সাথে শেয়ার করি ।আর এতে যদি আপনারা উপকৃত হন তবেই আমার স্বার্থকতা ।

আমাদের কম্পিউটার এ কাজ করার পর অনেক অপ্রয়োজনীয় ফাইল জমে থাকে যা খুবই বিরক্তিকর ।আজ আমি আপনাদের কে কম্পিউটার এর কিছু অপ্রয়োজনীয় ফাইল দূর করা শিখাবো ।

১। Thumbs.ini – এটি প্রতিটি folder এর ভিতর থাকে এবং কম্পিউটার এর অনেক জায়গা নষ্ট করে।

২। prefetch – যা আমাদের slow করে দেয় ।

এবার শুরু করা যাক ।

প্রথমেই দূর করি Thumbs.ini
start থেকে run এ যান এবং লিখুন regedit

এরপর serially একের পর এক ক্লিক করতে থাকুন

HKEY_CURRENT_USER—
Software—-
Microsoft—
Windows—
CurrentVersion—-
Explorer—–
Advanced

এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন

এরপর New Value #1 কে rename করুন DisableThumbnailCache নামে ।
এরপর DisableThumbnailCache কে ডাবল ক্লিক করুন

আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।

ব্যাস আর আপনাকে Thumbs.ini ফাইল টি জ্বালাতন করবে না।
———————————————————————-
———————————————————————-
এবার আসা যাক ২ নং এ ( prefetch ফাইল ডিলিট করা)
start থেকে run এ যান এবং লিখুন regedit
HKEY_LOCAL_MACHINE–SYSTEM——
CurrentControlSet———
Control——–
Session Manager——–
Memory Management——
PrefetchParameters —

এরপর এখানে right button ক্লিক করে new থেকে dword value তে ক্লিক করুন

এরপর New Value #1 কে rename করুন EnablePrefetcher নামে ।
এরপর EnablePrefetcher কে ডাবল ক্লিক করুন

আপনার কাছে ভ্যালু চাইবে। আপনি ভ্যালু দিন 1 এবং ok করুন ।

ব্যাস আর আপনাকে prefetch ফাইল টি জ্বালাতন করবে না।

যদি না পারেন তবে জানাবেন আমি মেইল করে দিব।